• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

যে অদৃশ্য কারণে সাত দিনেও গ্রেপ্তার হয়নি পাপ্পু

| Evan Adil ৮:৫৯ অপরাহ্ণ | মে ২৩, ২০২৪ লিড নিউজ

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার:

নওগাঁ শহরে তাসের রাজত্ব সৃষ্টিকারী কে এই পাপ্পু।রফিকুল ইসলাম রফিক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা করার পরেও যে অজ্ঞাত কারণে সাত দিনে তাকে গ্রেফতার করেনি পুলিশ।

 

 

এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাপ্পুর খুঁটির জোর কোথায় এটা নিয়ে সবার মধ্যে প্রশ্ন।এদিকে আহত রফিক নওগাঁ জেলার সাহাপুর মাস্টারপাড়া এলাকার মোহাম্মদ আবদুস সাত্তারের ছেলে।

 

বর্তমান রফিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে একজনকে আটক করেছে পুলিশ।

 

 

এদিকে চিকিৎসাধীন অবস্থায় রফিকের সাথে কথা হলে তিনি জানান, বাড়ি থেকে প্রতিবেশীকে সাথে নিয়ে নওগাঁ শহরে যাওয়ার পথে আসামি পাপ্পু তার গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। পরবর্তীতে আমাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে আমাকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আমি এই ঘটনার বিচার চাই।

 

এই ব্যাপারে নওগাঁ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। আহতর বাবা আব্দুস সাত্তার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।