• আজ ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

| নিউজ রুম এডিটর ৩:৫৩ অপরাহ্ণ | জুন ৭, ২০২৪ লালমনিরহাট, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল কাইয়ুম (১৮) নামে এক যুবকের নিহত হয়েছে।

শুক্রবার (৭ জুন) উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালবায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ুম উপজেলার উত্তর গোপালরায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল তিনটার দিকে সুকানদিঘী এলাকায় লালমনিহাট থেকে বুড়িমারীগামী ইন্টারসিটি ট্রেনটি পৌঁছায়। ওই সময় রেললাইনে একটি গরু দাঁড়িয়ে থাকে। পরে আব্দুল কাইয়ুম বিষয়টি দেখতে পেয়ে গরুটিকে বাঁচাতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।

এ বিষয়ে কাকিনা ইউনিয়ন চেয়ারম্যান তাহির তাহু বলেন, বিষয়টি স্থায়ীদের কাছে শুনতে পেয়েছি। ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে বলা হয়েছে।