• আজ ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

নৌকা ডুবে রংপুর মেডিকেল কলেজের ছাত্রসহ ২ জন নিহত।

| Evan Adil ৬:৫৩ অপরাহ্ণ | জুন ২১, ২০২৪ জাতীয়

রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলি এলাকায় নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রংপুর মেডিকেল কলেজের ছাত্র। শুক্রবার (২১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  কান্দুলি গ্রামের সুরহাব মিয়ার ছেলে ও রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোশাররফ হোসেন মিল্টন (২১) এবং একই এলাকার সাদামিয়ার ছেলে ও শেরপুর তিনআনী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আমানউল্লাহ (২১)। তারা একে অপরের বন্ধু।

 

স্থানীয়রা জানান, দুপুরে দুইটি ছোট নৌকা নিয়ে মিল্টনসহ তারা ৮ বন্ধু মিলে সোমেশ্বরী নদীর পাহাড়ি ঢালে ঘুরতে যায়। ঢেউয়ের তোরে তাদের একটি নৌকা উল্টে যায়। এ সময় আরেক নৌকার বন্ধুরা তাদের বাঁচাতে গেলে তাদের নৌকাটিও উল্টে যায়। এ ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। প্রায় একঘণ্টা পর উদ্ধার করা হয় মিল্টন ও আমানউল্লাহকে। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদেরকে শেরপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে, তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।