• আজ ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে উত্তরা ট্রাফিক পুলিশের অভিযান

| Evan Adil ৪:৩৭ অপরাহ্ণ | জুলাই ১৫, ২০২৪ জাতীয়

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

ফিটনেস বিহীন বা মেয়াদ উত্তীর্ন গাড়ি বিশেষ করে সিটি বাস ও দূর পাল্লার বাসের বিরুদ্ধে একটি সম্মিলীত অভিজান পরিচালনা করেন ট্রাফিক উত্তরা বিভাগ। একদিনে ৭০ ফিটনেস মেয়াদ উত্তীর্ণ গণপরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তারা।

অভিযানে সার্বিকভাবে ফিটনেস মেয়াদ উত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে ৪৪ টি মামলা করা হয়, কোন ধরনের কাগজ পত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ০৫টি বাস ডাম্পিংয়ে পাঠানো হয়, ২০ টি গাড়ির বিরুদ্ধে রেকার বিল করা হয়। জরিমানা আদায় করা হয ৫ লাখ ২০ হাজার টাকা।

 

হঠাৎ কেন এমন সাড়াশি অভিযান এ প্রশ্নের উত্তরে ট্রাফিক উত্তরা বিভাগের এডিসি  কামরুজ্জামান পিপিএম বলেন, আমরা ফিটনেস বিহীন এবং ফিটনেস মেয়াদ উত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলাম।ট্রাফিক উত্তরা বিভাগের মামলার পরিসংখ্যান অনুযায়ী প্রতি মাসেই ফিটনেস সংশ্লিষ্ট বিষয়ে বেশ ভাল সংখ্যক মামলা হওয়ার রেকর্ড আমাদের রয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি দুর্ঘটনা রোধ ও সড়কে বিশৃঙ্খলা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মহোদয়ের নিদর্শনা অনুযায়ী ফিটনেস মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া গাড়ির বিরুদ্ধে অভিযান আর ও জোরালো করা হবে। আমরা চাই না  ফিটনেস বিহীন কোন গাড়ি সড়কে চলুক। গতকাল সকাল থেকে উত্তরা আজমপুর থেকে বিমানবন্দর রাস্তার চিত্র ছিল ভিন্ন রকম। টিআইরা স্ব-শরীরে রেকার নিয়ে রাস্তায় অবস্থান করেন।