• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে : আমিনুল হক

| নিউজ রুম এডিটর ১১:০৫ অপরাহ্ণ | আগস্ট ১১, ২০২৪ বিএনপি, রাজনীতি

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে দেশে একটি সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে।

আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পতন হয়েছে,বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন বাংলাদেশের মাটিতে যেন আর কোন স্বৈরাচারের আর্বিভাব না হয়, তার জন্য বিএনপির নেতাকর্মীসহ সকলকে সতর্ক থাকতে হবে।

আজ রবিবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর হোপ স্কুলের সামনে থেকে পল্লবীর ৩ ও ৫ নং ওয়ার্ডে সন্ত্রাস নৈরাজ্য বিরোধী জনসচেতনতা বাড়াতে আয়োজিত পাঁচ টি পথসভায় তিনি এসব কথা বলেন।

সন্ত্রাস চাঁদাবাজ দখল নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স উল্লেখ করে আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে এখন থেকে দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, দখল চলবে না, লুট করা চলবে না। কোন ব্যবসায়ী কোন চাঁদাবাজকে চাঁদা দিবে না। যদি কেউ চাঁদা চায় তাকে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তুলে দিবেন, কিন্তু আইন নিজের হাতে তুলে নিবেন না।

তিনি বলেন, স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতন থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে। আমরা চাই সাধারণ মানুষ আজ ভালো থাকুক। শান্তিতে থাকুক। মানুষের শান্তিই আমাদের কাম্য।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র পুনরুদ্ধার,ভোটাধিকার পুনরুদ্ধার, মানুষের যে চাওয়া একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা এটাই আমাদের মূল লক্ষ্য।

পথ সভায় ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।