রাহুল গুপ্ত নেপাল প্রতিনিধি : পার্সার সখুয়া প্রসৌনী গ্রামপালিকায় স্থানান্তরিত হয়ে আসা নতুন প্রধান প্রশাসনিক কর্মকর্তা বিজয় কুমার চৌরাসিয়াকে মঙ্গলবার গ্রামপালিকা চেয়ারম্যান যশবন্ত যাদব স্বাগত জানান। মঙ্গলবার গ্রামপালিকা কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চেয়ারম্যান যাদব তাকে এই অভ্যর্থনা জানান।
এ সময় গ্রামপালিকা চেয়ারম্যান যাদব প্রধান প্রশাসনিক কর্মকর্তা চৌরাসিয়াকে জনগণ ও জনপ্রতিনিধিদের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেন। তিনি গ্রামপালিকার উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করা এবং পরিষেবা প্রদানে আরও স্বচ্ছতা ও সহজীকরণে মনোযোগ দেওয়ার কথা বলেন। যাদব আরও উল্লেখ করেন যে, এই লক্ষ্যে পৌরসভার কর্মচারীদের সহায়তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বাগত গ্রহণ করার পর এবং দায়িত্বভার গ্রহণ করে প্রধান প্রশাসনিক কর্মকর্তা চৌরাসিয়া প্রতিশ্রুতি দেন যে, আইন অনুযায়ী নির্ধারিত কাজগুলোতে তার দিক থেকে কোনো সমস্যা সৃষ্টি হবে না। তিনি বলেন, পৌরসভার সমৃদ্ধি অর্জনের জন্য জনপ্রতিনিধি এবং কর্মচারীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা অপরিহার্য।
অনুষ্ঠানে, গত ১ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা স্বাস্থ্য শাখার প্রধান রাজেশ রৌনিয়ারকে গ্রামপালিকা চেয়ারম্যান যাদব গামছা দিয়ে সম্মান জানান এবং তাকে পুনরায় স্বাস্থ্য শাখার দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন।
অনুষ্ঠানে সখুয়া প্রসৌনী গ্রামপালিকার ওয়ার্ড নম্বর ১-এর ওয়ার্ড চেয়ারম্যান বাসুদেব মাহাতো থারু, ওয়ার্ড নম্বর ২-এর ওয়ার্ড চেয়ারম্যান চিরঞ্জীবী মাহাতো থারু, ওয়ার্ড নম্বর ৩-এর ওয়ার্ড চেয়ারম্যান মোজামিল আনসারী, ওয়ার্ড নম্বর ৪-এর ওয়ার্ড চেয়ারম্যান মোহাম্মদ আরিফ, ওয়ার্ড নম্বর ৬-এর ওয়ার্ড চেয়ারম্যান মুন্না কম্কার, শিক্ষা শাখার প্রধান নেপালেন্দু সাহ, দীপনারায়ণ আদর্শ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শংকর মাহাতো থারু, প্রশাসন শাখার প্রধান অরবিন্দ ঠাকুর, এবং হিসাব শাখার প্রধান সুমন সাহসহ অনেকে উপস্থিত ছিলেন।