• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।

| Evan Adil ২:০৩ অপরাহ্ণ | অক্টোবর ১৯, ২০২৪ জাতীয়

মোঃ ইব্রাহিম হোসেনঃ-

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে স্মরণ সভা, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় ধানমন্ডি ৩২ নং বঙ্গবন্ধু ভবনে “বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার” এর আয়োজনে এ স্মরণ সভা, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বাবু ছবি বিশ্বাসের সভাপতিত্ব ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম মৃধার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পাঠাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য নূরুন নবী ভোলা।

নূরুন নবী ভোলা তার বক্তব্যে বলেন, ৭ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষন দিয়েছিলেন, মূলতঃ এটাই স্বাধীনতার ঘোষণা ছিলো, অন্তর্বর্তী সরকার এই ঐতিহাসিক জাতীয় দিবসটি বাতিলের মাধ্যমে তার চলমান কর্মকান্ড দ্বারা প্রমান করেছেন তারা স্বাধীনতা বিরোধী শক্তি, বাংলাদেশের মাটিতে এই অপশক্তির স্হান হবেনা। তিনি শেখ হাসিনার নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানান।

 

সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম লিটু, কেন্দ্রীয় কমিটির সদস্য, ওমর ফারুক।

এসময় উপস্থিত ছিলেন, কৃষক লীগ নেতা সালাউদ্দিন কাওসার, সাবেক কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক ও বঙ্গবন্ধু জাদুঘরের নারায়ন, স্বপন ভৌমিক, আওয়ামী লীগের নেতা কাজী ওয়াহেদুজ্জামান স্বপন সহ প্রমুখ।

 

দোয়া ও মিলাদ মাহফিলে বঙ্গবন্ধুর রেখে যাওয়া রক্তের উত্তরাধিকার ও পবিত্র আমানত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ তাঁদের পরিবারবর্গের দীর্ঘজীবন ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয় এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন, মাওলানা মনির হোসেন।