• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

উত্তরখানে ১২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

| Evan Adil ২:১৮ অপরাহ্ণ | অক্টোবর ১৯, ২০২৪ জাতীয়

উত্তরখানে ১২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে ১২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক  কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরখান থানা  পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মহারাজ হোসেন মীর (৪৫) ও মোঃ মনির হোসেন (২৭)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার উত্তরখান থানার গনিপাড়া সিকদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উত্তরখান থানার গনিপাড়া সিকদার মার্কেটের পশ্চিম পাশে রাস্তার উপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়/বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান চালায় উত্তরখান থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি মহারাজ হোসেন মীর ও মোঃ মনির হোসেনকে ১২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। উত্তরখান থানার অফিসার ইনচার্জ জানান

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।