• আজ ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প | ইসিতে আপিল করে যা বললেন তাসনিম জারা | হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা | খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা | বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি | আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাতে সার্ক পুনরুজ্জীবনের তাগিদ প্রধান উপদেষ্টার | স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত আপসহীন নেত্রী | অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায় | স্বামীর পাশেই শেষ শয্যা, চলছে বেগম খালেদা জিয়ার কবরের মাপজোখ | বেগম জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিন সাধারণ ছুটি |

রংপুর মেডিক্যাল কলেজ ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

| নিউজ রুম এডিটর ৪:৫০ অপরাহ্ণ | নভেম্বর ৩, ২০২৪ লিড নিউজ, শিক্ষাঙ্গন

 

অধ্যক্ষ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে আগামী বুধবার থেকে রংপুর মেডিক্যাল কলেজ কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা।

রবিবার (০৩ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধীর ব্যানারে এ ঘোষণা দেন আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অধ্যক্ষ মাহফুজার রহমানকে অব্যাহতি দেওয়া না হলে রংপুর মেডিক্যাল কলেজে (রমেক) মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে অধ্যক্ষ অপসারণ না হলে আরো কঠোর কর্মসূচিতে যাওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

গত ৩১শে অক্টোবর নতুন অধ্যক্ষ হিসেবে মাহফুজার রহমানকে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। সেদিন থেকেই তারা আন্দোলন করছেন।

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় ডা. মাহফুজার রহমান দীর্ঘ পাঁচ বছর ধরে ভাইস প্রিন্সিপাল হিসেবে ছিলেন। এই দায়িত্বে থেকে জুলাই বিপ্লব চলাকালীন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে সাথে নিয়ে দমন-নিপীড়ন করেছেন বলে আন্দোলনকারীদের অভিযোগ।

তাদের অভিযোগ, আন্দোলনে নিহত আবু সাঈদের ময়না তদন্তের রিপোর্ট বিকৃতির চেষ্টা করেছেন মাহফুজার রহমান।