• আজ ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট : ভিপি নুর | দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা |

জাদুকাটাসহ সুনামগঞ্জের সকল বালি- পাথর মহাল ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে সমাবেশ

| নিউজ রুম এডিটর ৯:২৫ অপরাহ্ণ | নভেম্বর ২৭, ২০২৪ সিলেট

সুনামগঞ্জ জেলার জাদুকাটা-ধোপাজান চলতি নদীসহ জেলার খনিজ বালি পাথর সমৃদ্ধ সব কটি বালি- পাথর মহাল ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্টিত হয়েছে।

বুধবার জেলার বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছের মিয়া’র সভাপতিত্বে বক্তারা বলেন, জেলার সব কয়টি খনিজ বালি পাথর সমৃদ্ধ বালি- পাথর মহালে পরিবেশধ্বংসী ড্রেজার- বোমা, সেইভ মেশিনে নদীর পাড় কেটে অবৈধভাবে বালি পাথর উক্তোলন জেলা , উপজেলা প্রশাসন সহ দায়িত্বশীল সকল প্রতিষ্ঠানকে যৌথভাবে উদ্যোগ নেয়ার মাধ্যমে বন্ধ করতে হবে।

একই সাথে বালি পাথর মহাল এলাকায় নৌ পথে সকল ধরণের ইঞ্জিন চালিত স্টিল বডি ট্রলার, বাল্কহেডসহ নদী তীরবর্তী বসতি স্থাপনার ক্ষতি করতে পারে সেসব নৌ চলাচল দ্রত বন্ধ করতে হবে।

সমাবেশে বক্তারা আরো বলেন, বালি পাথর মহালগুলোতে সনাতন পদ্ধতিতে সাধারন শ্রমিকের বালি পাথর উক্তোলন কাজের পরিবেশ তৈরী করণ ও ঘুস-দূর্নীতিমুক্ত পরিবেশে সরকারিভাবে বালি পাথর ক্রয়কেন্দ্র চালুর করতে হবে।

সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ ,এনডিএফ সুনামগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখা, ট্রেড ইউনিয়ন সংঘ, বারকি শ্রমিক সংঘের নেতৃবৃন্ধ প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।

R