• আজ ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার চলবে না: অ্যাটর্নি জেনারেল | ঢাকাসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস | নতুন দলে সব পক্ষের মন জোগাতে শীর্ষ পদের সংখ্যা বাড়ছে, চলতি সপ্তাহে আত্মপ্রকাশ | রোজা ১ মার্চ হলে ৩৩ বছর পর ঘটতে পারে ‘বিরল’ যে ঘটনা | ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা | মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ২ | শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই: আইনজীবীকে পলক | আপাতত আ. লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: আসিফ | উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার | শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ |

জাদুকাটাসহ সুনামগঞ্জের সকল বালি- পাথর মহাল ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে সমাবেশ

| নিউজ রুম এডিটর ৯:২৫ অপরাহ্ণ | নভেম্বর ২৭, ২০২৪ সিলেট

সুনামগঞ্জ জেলার জাদুকাটা-ধোপাজান চলতি নদীসহ জেলার খনিজ বালি পাথর সমৃদ্ধ সব কটি বালি- পাথর মহাল ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্টিত হয়েছে।

বুধবার জেলার বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছের মিয়া’র সভাপতিত্বে বক্তারা বলেন, জেলার সব কয়টি খনিজ বালি পাথর সমৃদ্ধ বালি- পাথর মহালে পরিবেশধ্বংসী ড্রেজার- বোমা, সেইভ মেশিনে নদীর পাড় কেটে অবৈধভাবে বালি পাথর উক্তোলন জেলা , উপজেলা প্রশাসন সহ দায়িত্বশীল সকল প্রতিষ্ঠানকে যৌথভাবে উদ্যোগ নেয়ার মাধ্যমে বন্ধ করতে হবে।

একই সাথে বালি পাথর মহাল এলাকায় নৌ পথে সকল ধরণের ইঞ্জিন চালিত স্টিল বডি ট্রলার, বাল্কহেডসহ নদী তীরবর্তী বসতি স্থাপনার ক্ষতি করতে পারে সেসব নৌ চলাচল দ্রত বন্ধ করতে হবে।

সমাবেশে বক্তারা আরো বলেন, বালি পাথর মহালগুলোতে সনাতন পদ্ধতিতে সাধারন শ্রমিকের বালি পাথর উক্তোলন কাজের পরিবেশ তৈরী করণ ও ঘুস-দূর্নীতিমুক্ত পরিবেশে সরকারিভাবে বালি পাথর ক্রয়কেন্দ্র চালুর করতে হবে।

সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ ,এনডিএফ সুনামগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখা, ট্রেড ইউনিয়ন সংঘ, বারকি শ্রমিক সংঘের নেতৃবৃন্ধ প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।

R