
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন অনেকটা সুস্থ আছেন। সাভার সিএমএইচে তার চিকিৎসা চলছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাভার সেনানিবাসের বর্তমান সেনাধিনায়ক মেজর জেনারেল মো. শাহিনুল হক সাভার সিএমএইচে বিএনপি মহাসচিবকে দেখতে গিয়েছেন; তিনি তার খোঁজখবর রাখছেন।
শায়রুল কবির জানান, মহাসচিব এখন অনেকটা সুস্থ। তার কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে; সেগুলো সিএমএইচে করা হবে। অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তার সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন।
এর আগে সোমবার মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুলকে তাৎক্ষণিকভাবে সাভার সিএমএইচ ভর্তি করা হয়।
জানা যায়, সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।
তার সঙ্গে বিএনপি নেতা অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও হাবিবুন্নবী খান সোহেল হাসপাতালে গেছেন বলে জানা গেছে।






















