• আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংষ্কার হবে : আমিনুল হক

| নিউজ রুম এডিটর ৬:৩৪ অপরাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০২৪ বিএনপি

 

নিজস্ব প্রতিবেদক: জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংষ্কার হবে বলে জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক আমিনুল হক।

তিনি অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন,আমরাও সংষ্কারের পক্ষে; তবে সংষ্কারটা করতে হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে;কিন্তু সরকারের অনেকেই দায়িত্বশীল জায়গায় থেকে সংষ্কারের কথা বলে জনগণের প্রত্যাশা উপেক্ষা করে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে; এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ কখনোই ভালো ভাবে নিবে না।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুমা
মিরপুর ১২ নম্বর পল্লবীর ‘ধ’ ব্লকের সুলতান মোল্লা স্কুলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পল্লবী থানাধীন সাংগঠনিক ৯১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মেহমানদারির আয়োজন করা হয়।

তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন,বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি।বাংলাদেশের মানুষের ভাষা বুঝে,তাদের চিন্তা ভাবনা বুঝে,এদেশের জনগণ কি চায়! সেটাকে আপনারা অনুধাবন করেন। অনুধাবন করে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশের জনগণের চাওয়া-প্রত্যাশা,বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার-নাগরিক অধিকার রয়েছে, এই অধিকার এদেশের জনগণ প্রতিষ্ঠিত করতে চায়।

আমিনুল হক বলেন,বাংলাদেশের জনগণ গত ১৭ বছর ধরে তাদের গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে লড়াই সংগ্রাম করেছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষকে স্বৈরাচারী সরকারের ভয়াবহ জুলুম,অত্যাচার,নির্যাতন ও নিপীড়ন সহ্য করতে হয়েছে,বহু মানুষকে গুম খুন ও হত্যার স্বীকার হতে হয়েছে,অনেক মানুষ এখনও পঙ্গুত্ব বরন করে অসহায় জীবন যাপন করছেন এবং গত জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে বহু ভাইদের প্রাণের বিনিময় ও রক্ত ঝরিয়ে এদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।বাংলাদেশ স্বাধীন হয়েছে।সেই স্বাধীন বাংলাদেশে আমরা এদেশের জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন,ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সভাপতি রবীন খান,জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক এ্যাড.লিটন,পল্লবী থানা বিএনপি আহবায়ক কামাল হুসাইন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, যুগ্মআহবায়ক আনিছুর রহমান, মুকছেদুর রহমান আবির,পল্লবী থানা যুবদলের আহবায়ক নূর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া,ওলামা দল কেন্দ্রীয় কমিটি সদস্য মুফতি গাজী রিয়াজুল ইসলাম,পল্লবী থানা বিএনপি নেতা নূরুল মুক্তাদির দিদার,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবুল,যুবদল নেতা রাজিব হোসেন পিন্টুসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে তিনি মিরপুর ১২ নম্বর বায়তুল মা’মুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।পরে সন্ধ্যায় এক ব্যাটমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন তিনি।