• আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এ বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি | হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি | দেশে এইচএমপিভি নিয়ন্ত্রণে বিমানবন্দরে বিশেষ নির্দেশনা | বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা | নিয়ম অ – নিয়মের মধ্য দিয়ে চলছে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল | প্রধান ফটকে তালা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা | ভারতীয় হাইকমিশনারকে তলব | ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিজিবির শক্ত অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা | গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের | গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ |

ভারতে টিকটক করে ফেরার পথে ২ ভাই আটক

| নিউজ রুম এডিটর ১১:০০ অপরাহ্ণ | জানুয়ারি ১৩, ২০২৫ সিলেট

সিলেট: ভারতে টিকটক করে ফেরার পথে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার তাদের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। সোমবার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

তারা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের হানিফ মিয়ার ছেলে মামুন মিয়া ও মাইনুদ্দিন। তাদের নিকট থেকে দুটি অ্যান্ড্রয়েড, বাটন ফোন, মোটর সাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ আটকদের রোববার রাতে থানায় সোপর্দ করে বিজিবি।

সোমবার সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অধিনায়নক (সিও বিজিবি) লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, দুই বাংলাদেশি নাগরিক বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতের মেঘালয় ষ্টেইটের কোন এক পাহাড়ি এলাকায় প্রবেশ করে রবিবার টিকটক ভিডিও ধারণ করতে।

এরপর ওই দিন বিকেলে ভারত থেকে ফেরার পথে ব্যাটালিয়নের চিনাকান্দি বিওপির বিজিবি টহল দল রাজাপাড়া সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করে। তিনি আরো বলেন, আটককৃতদের মোবাইলে ভারতে ধারণকৃত বেশ কিছু স্থির চিত্র (ছবি) ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দির রাজাপাড়া সীমান্তের একাধিক লোকজন জানান, আটককৃত দু’জন টিকটক ভিডিও তৈরির জন্যই মূলত ভারতের মেঘালয়ে অনুপ্রবেশ করেছিল।

প্রসঙ্গত ,ব্যাটালিয়নের চিনাকান্দি বিওপির পার্শ্ববর্তী মাছিমপুর বিওপির ওপারে ভারতের মেঘালয়ে সুপারির চালানসহ অবৈধ অনুপ্রবেশ করায় মেঘালয়ের শিলং ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের কড়াইগড়া ক্যাম্পের টহলদল বিশ্বম্ভরপুরের গামাইতলা খাসপাড়ার জয়নাল আবেদীনের ছেলে চোরাকারবারি সাইদুলকে গেল (৮ ডিসেম্বর) বুধবার গুলি করে হত্যা করে।

এরপর থেকেই বাংলাদেশ-ভারত সীমান্তে এপার ওপার অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ যে কোন ধরণের অপতৎরতা প্রতিরোধে সীমান্তে বিজিবি’র নিয়মিত টহলের পাশাপাশি বিশেষায়িত পৃথক পৃথক টিম গঠন করে সিলেট সেক্টরের পুরো সীমান্ত এলাকায় নিরাপক্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বিজিবি সিলেট সেক্টরের দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছেন।