• আজ ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল | পুরস্কারপ্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন নিয়ে যা বললেন ফারুকী | সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি ঘোষণা | আজ সরস্বতী পূজা, সারাদেশে চলছে বিদ্যার দেবীর আরাধনা | যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭,৪০০ অবৈধ অভিবাসী গ্রেফতার | প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন অভ্যুত্থানে আহতরা | ইজতেমার আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল | সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মেনে নিবে না : মির্জা ফখরুল | আজ পিপলস নিউজ’র সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ এর জন্মদিন | গুলশান-১ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের |

আজ পিপলস নিউজ’র সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ এর জন্মদিন

| নিউজ রুম এডিটর ১১:৪০ অপরাহ্ণ | জানুয়ারি ৩১, ২০২৫ গণমাধ্যম, লিড নিউজ, সম্পাদকীয়

বিশেষ প্রতিবেদন :  আজ ৩১ জানুয়ারি ২০২৫ ইং পিপলস নিউজ টুয়েন্টি ফোর ডট কম’র সাবেক  সম্পাদক আবুল কালাম আজাদের শুভ জন্মদিন।

১৯৭৮ সালের ৩১ জানুয়ারি মায়ের কোল আলো করে পৃথিবীতে আগমন হয়েছে বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট লেখক আবুল কালাম আজাদের। আজ ৩১ জানুয়ারি ২০২৫ ইং সালে তিনি ৪৭ পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ করেছেন।

তিনি একাধারে সাংবাদিক কলামিস্ট সংগঠক। তার লেখা দুটি বই  ঘুমন্ত বিবেক বানিজ্যিক মানবতা, স্বপ্ন ভংগের আর্তনাদ বের করেছেন হাওলাদার প্রকাশনী।

তিনি  সারা দেশের সাংবাদিক দের নিয়ে করা  সংগঠন মফস্বল সাংবাদিক ফোরাম এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, এবং বর্তমানে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের নিয়ে সংগঠন  সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার  এর সভাপতি যার কেন্দ্রীয় অফিস নেপালে।  তাছাড়া অনলাইন এডিটরস,ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

তার জন্ম ভোলা জেলার দৌলতখান।  ভোলার এই কৃতি সন্তান আবুল কালাম আজাদ দেশের যেকোনো দুর্যোগের  ক্রান্তিলগ্নে ভোলার হত-দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন সব সময় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন নিরবে। এইজন্য তিনি ভোলার মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন , যার নাম বললেই সবাই চিনেন।

বর্তমানে তিনি আমেরিকা প্রবাসী।

পিপলস নিউজ পরিবারের পক্ষ থেকে বর্তমান সম্পাদক ও প্রকাশক আবুল  কালাম আজাদ’র জন্মদিনে তার সুস্থতা সহ নেক হায়াত কামনা করে শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা জানিয়ে দোয়া করেছেন এবং তার জন্মদিন উপলক্ষে পিপলস নিউজ এর পাঠক শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

এছাড়াও সম্পাদক ও প্রকাশক বলেছেন তার বর্তমান প্রবাস জীবন সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক।