
নিউজ ডেস্ক : দুর্নীতিরোধ ও দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধের লক্ষ্যে রংপুরে নতুনধারার ২ দিনব্যাপী বিজয়যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সকাল ৭ টাঢ রংপুর বিভাগীয় নতুনধারা বাংলাদেশ এনডিবির আয়োজনে তেতুলিয়ায় শুরু হয়ে ২ ডিসেম্বর দুপুরে রংপুরের টাউন হলের সামনে সমাপ্ত হয়।
‘তেতুলিয়া থেকে টেকনাফ’ বিজয়যাত্রার উদ্বোধন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। এ সময় তিনি বলেন, নির্মম হলেও সত্য বাংলাদেশের মানুষ স্বাধীনতা পরবর্তী ৫৪ বছর ধরে রাজনীতির নামে অপরাজনীতি আর ক্ষমতার নামে মানুষকে কষ্টে রাখবার ঘটনাই দেখছে। অতিতের ফ্যাসিস্টদের মত নতুন ফ্যাসিস্ট তৈরি হচ্ছে, দুর্নীতি, দ্রব্যমূল্য, ধর্ষণ, হানাহানি সন্ত্রাস বাড়ছে। অথচ চব্বিশে আন্দোলনকারীদের শপথ ছিলো কোটা বিরোধী। আজ সেই কোটায় বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, রংপুর বিভাগীয় নতুনধারার যুগ্ম আহবায়ক আবদুর রহমান, আলিমা বেগম প্রমুখ। এসময় মোমিন মেহেদী আরো বলেন, বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীদেরকে এক কথায় বলতে চাই- দেশ-স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। তা না হলে আপনাদের পরিণতি হবে ঘোষেটি বেগমের মত, মীর জাফরের মত।
নতুনধারা বাংলাদেশ এনডিবির রংপুর বিভাগে বিজয়যাত্রা- দুইদিন ব্যাপী কর্মসূচি ২ ডিসেম্বর লিফলেট বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
পি নিউজ






















