• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

সৃজিত প্রসঙ্গে কথা বলতে চান না মিথিলা

| নিউজ রুম এডিটর ৩:২০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৬, ২০২৫ চলচ্চিত্র, বিনোদন, লিড নিউজ

দুই বাংলার জনপ্রিয় তারকা সৃজিত-মিথিলা। দাম্পত্য জীবনে ঠিকঠাক থাকলেও দেয়ালের ফাঁক গলে ভেসে আসে বিচ্ছেদের নির্বাক বার্তা। এসব খবরে তারা কখনই পাত্তা দেন না। ব্যক্তিগত বিষয় দূরে রেখে কাজের প্রসঙ্গে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন রাফিয়াথ রশিদ মিথিলা।

নেটিজেনদের আগ্রহ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে। বিশেষ করে মিথিলার প্রাক্তন স্বামী গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পরই মিথিলাকে নিয়ে আলোচনা বেড়েছে।

তাহসানের সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ভেঙে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন তিনি। বিয়ের প্রথম দিকে মেয়েকে নিয়ে স্থায়ী হতে কলকাতা পাড়ি দিলেও পরে ফিরে আসেন নিজ দেশে। বর্তমানে কাজের প্রয়োজনে দুজনকে দেই দেশে থাকতে হচ্ছে। এটাতে ভর করেই দাম্পত্য নিয়ে বিচ্ছেদের চর্চা অনেকের মুখে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলতে দেখা যায় মিথিলাকে। সেখানে সৃজিতের সঙ্গে অভিনেত্রীর দাম্পত্য নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু এ নিয়ে মুখ খুলতে একদমই নারাজ মিথিলা। স্পষ্ট জবাব, তিনি কিছু বলতেই চান না।

শোনা যাচ্ছে, আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা, ‘জলে জ্বলে তারা’। সাক্ষাৎকারে প্রসঙ্গ ছিল তার সাম্প্রতিক এই কাজটি নিয়েও।

সেখানে সৃজিত প্রসঙ্গ উঠতেই মিথিলার জবাব, ‘আমার মনে হয় আমরা সিনেমাটি নিয়েই কথা বলি। কারণ আমি দেখেছি যে এই ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গেলেই সাক্ষাৎকারের এই কথাগুলো থেকে ছোট ছোট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাবে। ছোট ক্লিপগুলো বারবার অপ্রাসঙ্গিক জায়গাগুলোতে দেখানো হবে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয় নিয়ে কোনো কথা বলব না।

উল্লেখ্য, সরকারি অনুদানপ্রাপ্ত ‘জলে জ্বলে তারা’ সিনেমায় সার্কাস কন্যা হিসেবে দেখা যাবে মিথিলাকে। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ এফ এস নাঈমকে। সিনেমায় তাকে হোসেন মাঝি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ সিনেমায় মিথিলা-নাঈম ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু,মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।