• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

আইফোন গিফট পেয়ে ছাত্রদল নেতাকে গ্রেফতার করেন এসপি আনোয়ার হোসেন

| নিউজ রুম এডিটর ১১:১৪ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ৯, ২০২৫ গণমাধ্যম
সিলেট: আইফোন গিফট পেয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতিকে গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশ সুপারের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রদল নেতার অভিযোগ, প্রবাসীর থেকে দেড় লাখ টাকার আইফোন পেয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান তাকে গ্রেফতারের নির্দেশ দেন। সে অনুযায়ী মিথ্যে মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় প্রতিবাদ সভা করেছে স্থানীয়রা। শুক্রবার রাতে জাউয়া বাজার মিলন অডিটোরিয়ামে বাজারের ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী ওই ছাত্রদল সভাপতির নাম শোয়েব আহমেদ। তিনি জানান, তার বড় ভাই শহিদুজ্জামান সুজন যুক্তরাজ্যে বসবাস করেন। সেখানে প্রবাসী কবির আহমদ নামের একজনের সঙ্গে তার বিরোধ চলছে। এ নিয়ে যুক্তরাজ্যে কবিরের বিরুদ্ধে একটি মামলা করেছে সুজন।

যুক্তরাজ্যের বিরোধকে কেন্দ্র করে গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে কবিরের সহযোগী পাইগাঁও গ্রামের বাসিন্দা নানু মিয়া ফোন করে শোয়েবকে বাড়ি থেকে ডেকে নেন। পরে সাদা পোশাকের ডিবি পুলিশের হাতে তুলে দেয়। ওই রাতে থানায় নিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। অজ্ঞাতনামা আসামি দেখিয়ে গ্রেফতারের পরদিন সকা‌লে সুনামগঞ্জ আদালতে পাঠায়। দুদিন কারা ভোগের পর ৫ ফেব্রুয়ারি আদালত থেকে জামিনে বের হয়ে আসেন তিনি।

শোয়েব বলেন, ‘যুক্তরাজ্য প্রবাসী কবিরের কাছ থেকে আইফোন পেয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান আমাকে গ্রেফতারের নির্দেশ দেন। মিথ্যে মামলায় আমাকে দুদিন কারাগারে থাকতে হয়েছে।’

শনিবার সুনামগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেনের নিকট অভিযোগের বিষয়ে জানতে বারবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।