• আজ ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার চলবে না: অ্যাটর্নি জেনারেল | ঢাকাসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস | নতুন দলে সব পক্ষের মন জোগাতে শীর্ষ পদের সংখ্যা বাড়ছে, চলতি সপ্তাহে আত্মপ্রকাশ | রোজা ১ মার্চ হলে ৩৩ বছর পর ঘটতে পারে ‘বিরল’ যে ঘটনা | ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা | মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ২ | শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই: আইনজীবীকে পলক | আপাতত আ. লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: আসিফ | উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার | শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ |

বাবার চুমু কাণ্ডে বিব্রত উদিত নারায়ণের ছেলে!

| নিউজ রুম এডিটর ৫:৪৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১২, ২০২৫ গান, বিনোদন

সম্প্রতি লাইভ শো চলাকালীন সেলফি তুলতে আসা মহিলা অনুরাগীর ঠোঁটে চুমু দেয়ায় সমালোচনার মুখে উপমহাদেশের খ্যাতিমান সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। এখানেই শেষ নয়, এরই মাঝে ভাইরাল হয়ে যায় একাধিক ভিডিও যেখানে সহশিল্পী অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষালকেও আচমকা চুমু দিয়ে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছেন তিনি। আর বাবার এমন কাণ্ডে বিরক্ত ছেলে আদিত্য নারায়ণ।

একের পর এক অনুষ্ঠানে মেয়েদেরকে চুম্বন, সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে ৬৯ বছর বয়সী জনপ্রিয় এই গায়ক। তার চুমুর বেশ কিছু ভিডিও নিয়ে শুরু হয়েছে সামাজিক মাধ্যমে নানা রকম বিতর্ক। এরই মাঝে মুম্বাই বিমানবন্দরে দেখা গেল ছেলে আদিত্য নারায়ণকে। এমনভাবে চেহারা ঢেকেছেন যে তাকে দেখে চেনা দায়! সেখান থেকেই উঠছে এই প্রশ্ন।

এদিন তার পরনে সানগ্লাস, টুপি, আর মাস্কে ঢাকা মুখ। মুম্বাইয়ে খুব একটা ঠান্ডা না থাকলেও তার মাথায় ছিল উলের টুপি। আর তাতেই নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি বাবার চুমুকাণ্ডের কারণেই মুখ ঢেকে চলছেন উদিত পুত্র?

আদিত্যকে এমন অবস্থায় দেখে এক নেটিজেন লিখেছেন, ‘এমন কাজ কেন করো যে তোমার ছেলেকেও মুখ ঢেকে বাইরে যেতে হবে।’ কেউ আবার লিখেছেন, ‘বাবার চুম্বনের ফলাফল।’ কারও মতে, ‘বাবা চুম্বন করে আর ছেলে মানুষকে মারধর করে। নামের গৌরব বয়ে আনার ক্ষেত্রে বাবা ছেলের থেকেও এগিয়ে।’