• আজ ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার চলবে না: অ্যাটর্নি জেনারেল | ঢাকাসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস | নতুন দলে সব পক্ষের মন জোগাতে শীর্ষ পদের সংখ্যা বাড়ছে, চলতি সপ্তাহে আত্মপ্রকাশ | রোজা ১ মার্চ হলে ৩৩ বছর পর ঘটতে পারে ‘বিরল’ যে ঘটনা | ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা | মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ২ | শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই: আইনজীবীকে পলক | আপাতত আ. লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: আসিফ | উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার | শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ |

কুয়েটে হামলার প্রতিবাদে ইবিতে মশাল মিছিল

| নিউজ রুম এডিটর ১১:৩৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৯, ২০২৫ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি :খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। এসময় দোষীদের দ্রুত গ্রেফতার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে আধিপত্য বিস্তার বন্ধের দাবি জানান তারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় তারা ‘কুয়েটে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছিতো রক্ত, আরো দিবো রক্ত’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসনের জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়।

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, গতকাল দিনভর কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর কি নির্মমভাবে হামলা চালানো হয়েছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের সাহায্যে জানতে পেরেছি ছাত্রদল এই হামলা চালিয়েছে। এছাড়া আরো দেখেছি স্থানীয় যুবদলকে হামলার অংশীদার হিসেবে মনে করা হচ্ছে। আমার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে অস্ত্রের রাজনীতি এখন থেকে শুরু নয়, আমরা অতীতে শিবির, ছাত্রদলের হাতে অস্ত্রের ঝনঝনানি দেখেছি। এছাড়াও সর্বশেষ ছাত্রলীগ বিগত ১৬ বছরে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির নাম নিয়ে ছাত্র রাজনীতিকে যে কলঙ্কিত করেছে এর দায়ভার ছাত্রলীগ কোনোভাবে এড়াতে পারে না। আমরা ক্যাম্পাসের আর অপরাজনীতি দেখতে চাই না। কুয়েটে হামলার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে সরকারকে জোর দাবি জানাচ্ছি।