• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

সড়ক দূর্ঘটনায় ইবি কর্মকর্তার মৃত্যু, প্রশাসনের শোক

| নিউজ রুম এডিটর ১০:৪২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২০, ২০২৫ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থ ও হিসাব বিভাগের এর সহকারী রেজিস্ট্রার ইশরাত জাহান লাবনী(৪০) সড়ক দূর্ঘটনায় মৃত্যবরণ করেছে। ইবির এ কর্মকর্তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসান এ বিষয়টি নিশ্চিত করেন।

শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া অর্থ ও হিসাব বিভাগের এর সহকারী রেজিস্ট্রার ইশরাত জাহান লাবনী এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান শোকবার্তা প্রেরণ করেন।

উল্লেখ্য, বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া শহরের এন এস রোডে বেপরোয়া ইজি বাইকের ধাক্কায় ইশরাত জাহান লাবনী গুরুতর আহত হন এবং দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি হাইস্কুল মাঠে মরহুমার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।