• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

ইবিতে দুই দিনব্যাপি গ্রাফিক ডিজাইন কর্মশালা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৯:৫০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৪, ২০২৫ বিএনপি, রাজনীতি

 

মানিক হোসেন, ইবি:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপি গ্রাফিক ডিজাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের উদ্যোগে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে এই কর্মশালাটি আয়োজিত হয়।

কর্মশালার প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির সাধারন সম্পাদক জুনাইদুল মুস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী, অধ্যাপক ড. মোঃ শরীফুল ইসলাম এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম।

দুই দিনব্যাপি এই কর্মশালায় প্রায় ১৬ টি বিভাগের ৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় প্রশিক্ষক হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের সহসভাপতি এস এম সাজ্জাদ হোসেন সৈকত।

প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারীদের গ্রাফিক ডিজাইনের মৌলিক ধারণা, ডিজাইন প্রিন্সিপালস এবং ক্যানভা টুলের ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং দ্বিতীয় দিনে উন্নত গ্রাফিক ডিজাইন কৌশল ও হাতে-কলমে প্রজেক্ট সম্পন্ন করা হয়।

প্রশিক্ষক সাজ্জাদ হোসেন সৈকত বলেন, গ্রাফিক ডিজাইন বর্তমানে একটি গুরুত্বপুর্ণ স্কিল। প্রায় প্রতিটি সেক্টরেই গ্রাফিক ডিজাইনের চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপডেট রাখতে আমাদের এই আয়োজন। আগামীতে যুগের চাহিদা অনুযায়ী আরও কিছু প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, সফলভাবে প্রজেক্ট সম্পন্নকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করে সংগঠনটি।