• আজ ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প | ইসিতে আপিল করে যা বললেন তাসনিম জারা | হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা | খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা | বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি | আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাতে সার্ক পুনরুজ্জীবনের তাগিদ প্রধান উপদেষ্টার | স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত আপসহীন নেত্রী | অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায় | স্বামীর পাশেই শেষ শয্যা, চলছে বেগম খালেদা জিয়ার কবরের মাপজোখ | বেগম জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিন সাধারণ ছুটি |

ইবি ক্যাম্পাসের বাস উল্টে শিক্ষার্থীসহ আহত ১৮

| নিউজ রুম এডিটর ৯:২২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৫, ২০২৫ লিড নিউজ, শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি:কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে আসার পথে শিক্ষার্থী বহনকারী ‘সোহাইল’ নামের একটি ভাড়া বাস উল্টে গেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে ১৮জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, বেলা ১০ টায় প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে কুষ্টিয়ার কাস্টোম মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত সোহাইল বাসটি। বাস ড্রাইভার অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলো। এসময় অন্য গাড়ি ওভারটেক করতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বৃত্তিপাড়া নামক স্থানে রাস্তার ডান পাশে উল্টে পড়ে যায়। এতে ১৮জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া ও ইবি মেডিকেলে পাঠানো হয়েছে।

এক শিক্ষার্থী জানান, সুহাইল বাস সবসময়ই অতিরিক্ত গতিতে চালায়। তাদের বাস চালানোর গতি সুবিধাজনক নয়। আজকেও তেমন হয়েছে। বাস ওভারটেক করতে গিয়ে রাস্তার ডান পাশে উল্টে পড়ে যায়।

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ১২ জন আহতকে কুষ্টিয়া মেডিকেলে নিয়ে আসা হয়। এর মধ্যে ৮ জনকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া দেওয়া হয়েছে। ৪ জন একটু বেশি আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করার কাজ চলছে। আমি আছি এখানেই।