• আজ ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ |

মাহে রমজান উপলক্ষে ৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

| নিউজ রুম এডিটর ৫:২৩ পূর্বাহ্ণ | মার্চ ২, ২০২৫ সিলেট

সিলেট : পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

শনিবার-শুক্রবার (১ মার্চ-২৮ ফেব্রুয়ারি) দুই দিন ব্যাপী যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে ( চাল, ডাল, আলু, লবন, পেয়াজ, রসুন,সয়াবিন তৈলসহ) খাদ্য সামগ্রীর ব্যাগ বিতরন করা হয়।

ওই দুদিন তাহিরপুর উপজেলার শতাধিক মসজিদে দায়িত্বপালনরত সম্মাণিত মুয়াজ্জিন, ইমাম, খতিবগণের মধ্যে হাদিয়া (উপহার) হিসাবে খাদ্য সামগ্রী দেয়া হয়।
সুনামগঞ্জের তাহিরপুরের উওরাঞ্চলের বনেদী পরিবারের বিশিষ্ট ব্যবসাীয় প্রয়াত হাজি মো. বৈদ মিয়া শাহ্ ও উনার সহধর্মীনি সদ্য প্রয়াত হাজি মোছা. সামসুন নাহার বেগমের মৃত্যুতে উনাদের রুহের মাগিফেরাত কামনায় উনাদের জেষ্ট সন্তান দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের ব্যাক্তিগত তহবিল থেকে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে,সম্মাণিত মুয়াজ্জিন, ইমাম,খতিবগণের মধ্যে হাদিয়া (উপহার) হিসাবে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুরের বাদাঘাট কলেজ রোডস্থ কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরন করেন, বিশিষ্ট আলেম মাও. গোলাম মোস্তফা,শায়খ মাও. সফি উল্লাহ, হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, প্রবীণ ব্যাক্তিত্ব নবাব আলী শাহ, মৌলবী এমদাদুল হক পীর, মাও. সালমান আহমদ সুজন, বিশিস্ট ব্যবসায়ী মোশাহিদ শাহ, বীর মুক্তিযোদ্ধা সন্তান আলীম উদ্দিন শাহ,শাহরিয়ার শাহ, এমরান শাহ, স্বজন সমসাবেশের সদস্যগণ সহ সমাজের বিভিন্ন শ্রেণির পেশার মানুষজন।