• আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর | এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না | প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর | গাজায় দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত ২০০ ছাড়ালো | মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র | দেড় ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার, মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু | গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত |

লালমনিরহাটে ৭ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার, আটক যুবক

| নিউজ রুম এডিটর ১:০০ পূর্বাহ্ণ | মার্চ ১৪, ২০২৫ আইন ও আদালত, লালমনিরহাট, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জহুরুল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিত শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই এলাকায় বরিশাল থেকে আসা বিদুৎ শ্রমিক শিশুটিকে একা পেয়ে ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

পুলিশ জানায়, হাতীবান্ধার দোয়ানী এলাকায় বরিশাল থেকে আসা জহরুল মোল্লাসহ বেশ কয়েকজন শ্রমিক সেড করে অবস্থান নিয়ে বৈদ্যুতিক খুটির কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধার দিকে ওই এলাকায় ভুক্তভোগী শিশু (৭) কে বাড়িতে একা পেয়ে পাশের ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুর মা বাড়িতে এসে ঘটনা শুনে পরিবার ও এলাকাবাসীকে জানায়।

পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত জহরুল মোল্লাকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুকে লালমনিরহাট সদর হাসপাতালের নিয়ে যাওয়া হচ্ছে।

আটককৃত জহুরুল মোল্লা সাগর বরিশালের আগৌল ঝাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার (ওসি) মাহমদুন্নবী বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমরা ঘটনা স্থল পরিদর্শন করে শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি।