• আজ ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অনাথের ঈদ কলমে:- মোঃ মোবারক হোসাইন

| নিউজ রুম এডিটর ৫:০৮ পূর্বাহ্ণ | মার্চ ৩০, ২০২৫ পাঠকের কলাম

 

রোজা শেষে উঠলো আকাশে
বাঁকা সোনার চাঁদ,
ঈদের দিনে পড়বো সালাত
কাঁধে রেখে কাঁধ।

ঈদ মোবারক, ঈদ মোবারক
খুশি ফুটুক মুখে,
অনাথ শিশুর আপন হয়ে
জড়িয়ে নেবো বুকে।

দেবো তাদের নতুন জামা,
ফুটবে মুখে হাসি,
ওদের হাসি দেখে সেদিন
আল্লাহ হবেন খুশি।

ঈদগাহেতে যাবে সবাই
পরে নতুন জামা,
সকল শিশু মেতে উঠবে
পেয়ে স্নেহ-মামা।

ঈদের দিনে খুশির জোয়ার
বইবে সারা গাঁয়ে,
হৈ-হুল্লোড় করবে শিশু,
দৌড়বে খালি পায়ে।

সেমাই খাবে অনাথ শিশুরা,
ভুলবে মনের ব্যথা,
আপন করে কাছে নিলে
বলবে মনের কথা।

গরীব, দুঃখী, অনাথ সবার
খুশির হবে ঈদ,
আনন্দেতে ভরে উঠবে
ভেজা চোখের নীড়।

ধনী-গরীব, রাজা-প্রজা,
করবো কোলাকুলি,
মান-অভিমান, হিংসা-বিদ্বেষ
আজই যাবো ভুলি।

ঈদ মোবারক, ঈদ মোবারক
বলবে সবাই সুরে,
ঈদের খুশি অটল থাকুক,
দুঃখ যাক সব দূরে।