• আজ ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

| নিউজ রুম এডিটর ১২:০১ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০২৫ পাঠকের কলাম

 

বিশেষ প্রতিনিধি আফরোজা খানম তন্দ্রা:

২৬ জুলাই শনিবার  বাংলা একাডেমির লাইব্রেরি ভবনের ২য় তলায় ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স এসোসিয়েশনের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের পরিচিতি সভা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও চা চক্রের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান, ভাষাবিজ্ঞানী ও আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি, লেখক ও চার শতাধিক গ্রন্থ প্রণেতা সৈয়দ মাজহারুল পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সাধারণ পর্ষদের সারা বাংলাদেশের একমাত্র নির্বাচিত সনাক সদস্য, লেখক, বাংলাদেশ কবিতাচর্চা পরিষদ মুক্তিযুদ্ধ-‘৭১ এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আখম সিরাজুল ইসলাম, লেখক ও বেপজা’র নির্বাহী পরিচালক তোফাজ্জল হোসেন সমঝদার, বাংলা একাডেমির কর্মকর্তা ও ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স এসোসিয়েশনের সহ সভাপতি লেখক মনিরুজ্জামান রোহান।

পার্বত্যচট্টগ্রাম থেকে উপস্থিত ছিলেন বান্দরবান লামা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল ও কবি তমিজ উদ্দিন। তিনি ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স এসোসিয়েশনের বান্দরবান শাখার সভাপতি।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমেঃ-

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার গীতিকবি অমর চাঁদ মন্ডল। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি।

ঢাকা কলেজের সহকারী অধ্যাপক ভাষাবিদ লেখক রাশেদ চৌধুরী বিসিএস, তিনি ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স এসোসিয়েশনের রিসার্চ কাউন্সিলের কো-চেয়ারম্যান।

অত্র সংস্থার সহ সভাপতি কবি ও সংগঠক এডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ সবুজ।

বাংলাদেশ বেতারের আবৃত্তি শিল্পী ও উপস্থাপিকা জেবুন্নেছা মুনিয়া, তিনি অত্র সংস্থার আবৃত্তি বিষয়ক সম্পাদক।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির লেখক, কলামিস্ট, সংগঠক পাহাড়ের মূল্যবোধের চর্চাবিদ ও প্রবন্ধকার ঞ্যোহ্লা মং।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র সংস্থার সাংগঠনিক সম্পাদক কবি লায়ন মাহফুজ উল হক শুভ, অর্থ সম্পাদক হাসান মোরশেদ, আইন বিষয়ক সম্পাদক লেখক ও এডভোকেট সাখাওয়াত হোসেন মোগল, যুগ্ম সম্পাদক লেখিকা নাজনীন সুরাইয়া পরাগ, ধর্ম বিষয়ক সম্পাদক লেখক আনোয়ার হোসেন ফকির, সহ অর্থ সম্পাদক লেখক ইসলাম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য কবি পান্না দেবনাথ, কেন্দ্রীয় কমিটির সদস্য লেখক ইকবাল মাহমুদ, সদস্য কুহেলি আক্তার, বাংলাদেশ গ্রন্থাগার ফাউন্ডেশনের সভাপতি মোঃ এবাদুল সরদার রাহাত, লেখক ও সংগঠক কবীর হুমায়ুন ও প্রাচ্যবাংলার সভাপতি রবিউল আলম রবি সরকার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স এসোসিয়েশনের সভাপতি লেখক ও গবেষক মুহাম্মদ শামসুল হক বাবু।

সঞ্চালনায় ছিলেন সাইকো থ্রিলার লেখিকা, বাংলাদেশ গ্রন্থাগার ফাউন্ডেশনের উপদেষ্টা ও ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফরোজা খানম তন্দ্রা।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতার দ্বায়িত্বে ছিলেন ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স এসোসিয়েশনের সহ সভাপতি ও লেখক আহসান উল্ল্যাহ।

প্রধান অতিথি সহ অন্যান্য গুণী বক্তারা গুরুত্বপূর্ণ, দিকনির্দেশনামূলক, গঠনমূলক ও সময়োপযোগী আলোচনা করেন, যা সংগঠনকে এগিয়ে নিতে সাহায্য করবে। আলোচনার ফাঁকে কবিতা আবৃত্তি করা হয়।

পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সদস্যদের পরিচিতি, আলোচনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় আহত ও নিহতদের জন্য বিশেষ দোয়া করা হয়, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত সহ দোয়া পরিচালনা করেন এডভোকেট ও কবি আব্দুল্লাহ আল মাহমুদ সবুজ।

উপস্থিত সকলকে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করা ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইকো থ্রিলার লেখিকা আফরোজা খানম তন্দ্রা।