• আজ ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মেঘালয় থেকে আসা চোরাচালানের গরু জব্দ

| নিউজ রুম এডিটর ৭:৩৬ পূর্বাহ্ণ | মে ৩, ২০২৫ আইন ও আদালত, সিলেট

 

সিলেট : ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা প্রায় কোটি টাকার গরুর চালান টাস্কফোর্সের অভিযানে জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের বিজিবি টহল দল জেলা সদরের পাশ দিয়ে প্রবহমান সীমান্ত নদী সুরমার নৌপথ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইঞ্জিনচালিত (স্টিলবডি) ট্রলারবোঝাই ৯৫টি চোরাচালানের গরু জব্দ করে। ট্রলারসহ জব্দ গরুর চালানের মূল্য প্রায় ৯৫ লাখ টাকা।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) মেহেদী হাসান হৃদয়, ২৮ বিজিবি ব্যাটালিয়ন সদরের ১০ জন বিজিবি সদস্য অংশ নেন।

এর আগে কয়েকটি দেশীয় গরুর সঙ্গে ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা গরুর চালানের বৈধতা জায়েজ করতে জেলার সীমান্তবর্তী দোয়ারাবাজারের বোগলাবাজার হাট ইজারাদার চক্রকে মোটা অংকের টাকা দিয়ে চোরাচালানের গরুর চালান দেশীয় গরুর চালান হিসেবে চালিয়ে দিতে কৌশলে রশিদ সংগ্রহ করে চোরাকারবারি চক্রের সদস্যরা।

পরবর্তীতে বীরদর্পে বাজারের রশিদ দেখিয়ে সুরমা নদীর নৌপথে ট্রলারবোঝাই করে চোরাচালানের গরুর চালান দেশের অন্যত্র নিয়ে যাচ্ছিল চোরাকারবারি চক্রের সদস্যরা।

বিজিবির নিজস্ব গোয়ন্দো সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভারতীয় গরুর চালানটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির।।