• আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

আজও উত্তাল নগরভবন এলাকা

| নিউজ রুম এডিটর ১২:২৬ অপরাহ্ণ | মে ২০, ২০২৫ জাতীয়

আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবিতে আজও উত্তাল নগরভবন এলাকা।

মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে এসে জড়ো হয় নগরবাসী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান নেয় তারা। সেখান থেকে ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা শ্লোগান দেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করা হয়। এসময়, গুলিস্তান-বঙ্গবাজার সড়ক বন্ধ করে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে বিক্ষুব্ধ ঢাকাবাসী। এদিকে ষষ্ঠ দিনের মতো অবরুদ্ধ আছে নগর ভবন। সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে আছে।

 

আন্দোলনকারীরা বলছেন, জনগণের ভোটের রায় শেখ হাসিনা ছিনিয়ে নিয়েছিলো। আদালতের রায়ে ভোটের মর্যাদা ফিরে পেলেও ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না। নাগরিক সেবা নিশ্চিতে ইশরাক হোসেনকে নগর ভবনে মেয়রের চেয়ারে দেখতে চায় বলে জানায় আন্দোলনকারীরা।

আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বতী সরকারকে বিতর্কিত করছেন বলেও অভিযোগ আন্দোলনকারীদের। তবে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা তাদের।