• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে ২ জন নিহত

| নিউজ রুম এডিটর ১২:১৮ অপরাহ্ণ | মে ২১, ২০২৫ সারাদেশ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে আজিজুর রহমান আকাশ (৩৮) ও এফিলিস হাগিদক (৫২) নামে দুইজন নিহত হয়েছে।

২০ মে মঙ্গলবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী দরবেশতলা ও গজনী এলাকায় এসব ঘটনা ঘটে। নিহত আকাশ পেশায় ভ্যানচালক ও উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আব্দুল হাকিমের ছেলে এবং এফিলিস হাগিদক পেশায় সিএনজি অটোরিকশা চালক ও গজনী এলাকার সহেন সিমসাং এর ছেলে। বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম হাতির আক্রমণে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী দরবেশতলা এলাকায় ২০-৩০টি বন্য হাতি দল বেঁধে লোকালয়ে নেমে আসে। এসময় এলাকার মানুষ জানমাল রক্ষায় হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করেন। এ সময় আকাশ হাতির খুব কাছাকাছি চলে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে লোকজনের ধাওয়া দিলে হাতির দল সরে যায়। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাত সাড়ে দশটার দিকে সিএনজি চালক এফিলিস হাগিদক সিএনজি চালানো শেষে স্থানীয় আরও তিনজনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে গজনী এলাকা সড়কে দাঁড়িয়ে থাকা বন্য হাতির দল তাদের সামনে পড়ে। এসময় সাথের তিনজন দৌড়ে পালিয়ে গেলেও এফিলিস হাগিদক পালাতে পারেনি। পরে হাতির দল থেকে একটি হাতি তাকে শুড় দিয়ে পেচিয়ে আছাড় দিলে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে দেড় ঘন্টার ব্যবধানে হাতির আক্রমণে দু’জনের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে। হাতির পায়ের আঘাতে তার মুখ ও পেট থেঁতলে গেছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, রাতে দরবেশতলা এবং গজনী এলাকায় বন্যহাতির আক্রমণে আকাশ ও এফিলিস হাগিদক নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ঝিনাইগাতী থানায় দুইটি অপমৃত্যু মামলা রুজুর প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী রেঞ্জার মো. আব্দুল করিম বলেন, নিহত দুইজনের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বন বিভাগ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।