• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

ঢাকায় পা রাখলেন শমিত সোম

| নিউজ রুম এডিটর ১০:০১ পূর্বাহ্ণ | জুন ৪, ২০২৫ খেলাধুলা, লিড নিউজ

 

 

বাংলাদেশ জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। সেই তিনি দলের হয়ে খেলতে চলে এসেছেন ঢাকায়। আজ সকালে বাংলাদেশে পা রেখেছেন তিনি।

আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সে ম্যাচে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী। অভিষেকের অপেক্ষায় আছেন ফাহামেদুল ইসলামও। সে ম্যাচের দিন সকালে ঢাকায় এসে পৌঁছেছেন শমিত।

আজ ভোর ৫টা ১০মিনিটে বাংলাদেশে পা রাখেন শমিত। কানাডা প্রবাসী এই ফুটবলার টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় অবতরণ করেন।

সুদূর কানাডা থেকে বাংলাদেশে এসেছেন। যার ফলে দেশের হয়ে আজই তার অভিষেক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে কোনো দৈব দুর্বিপাক না ঘটলে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচে যে তিনি থাকছেন, তা বলাই বাহুল্য।

হামজা চৌধুরী বা অন্য প্রবাসী ফুটবলারদের চেয়ে শমিত একটু আলাদা। তিনি এর আগে কানাডা জাতীয় দলের হয়েও খেলেছেন। ২০২০ সালের জানুয়ারিতে তিনি বারবাডোস আর আইসল্যান্ডের বিপক্ষে কানাডার হয়ে খেলেছিলেন। তবে এরপরই তিনি দল থেকে ব্রাত্য হয়ে পড়েন। এরপর আর ডাক পাননি দলে। শমিত এরপর সিদ্ধান্ত বদল করেন, কানাডা ছেড়ে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি।

আজ তিনি ঢাকায় পা রেখেছেন। বিমানবন্দরে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়ে মাঠে নামতে তর সইছে না আমার। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি।’

আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে শমিত খেলছেন না, তা কোচ হাভিয়ের কাবরেরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। বলেছেন, ‘যখন আমরা শমিতের কথা ভাবছিলাম, তখনই দলে তার ভূমিকা কী হবে তা তাকে জানিয়েছি। এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে আমাদের মধ্যে। সে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পুরোপুরি তৈরি। তবে লম্বা ভ্রমণ করে সে আসবে, তাকে নিয়ে আমাদের আরও একটু বেশি সতর্ক হতে হবে।’

তবে শমিতের অভিষেক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন, তা একরকম নিশ্চিতই। সে ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শমিত। এ অপেক্ষায় তো বাংলাদেশের ফুটবল ভক্তরাও!