• আজ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ |

আমরাও তো পালাইনি – সৈয়দপুরে এটিএম আজহারুল ইসলাম

| নিউজ রুম এডিটর ৭:১০ অপরাহ্ণ | জুন ১২, ২০২৫ জাতীয়

জনসমর্থন থাকলে কাউকে দেশ ছেড়ে পালাতে হয়না,

কে এম শাকীর (নীলফামারী) প্রতিনিধিঃজন সমর্থন থাকলে কেউ দেশ ছেড়ে পালায়না, পালাতে হয়না। বরং জনগণই তাদের রক্ষা করে। আমরা তো পালাইনি। যারা বড় বড় বুলি আউড়িয়েছে তারাই পালিয়েছে। মানবতা বিরোধী মামলায় ফাঁসির রায় থেকে সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এসব কথা বলেছেন।

তিনি বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৮ টায় দীর্ঘ ১৪ বছর কারাভোগের পর নিজ জন্মভূমি রংপুরের বদরগঞ্জে যাওয়ার পথে সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন। এসময তাঁর সাথে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, জামায়াত নেতা মীর কাশেম আলী মিন্টুকে বলা হয়েছিল, আপনি আমেরিকা থেকে দেশে আসিয়েন না। তিনি বলেছিলেন আমি তো কোন অপরাধ করিনি। মরতে হলে দেশে মরবো, আমি পালাবো কেন? জীবন দিয়েছেন তবু দেশত্যাগ করেননি।

অথচ যারা বড় বড় কথা বলেছিল, আজ তারা পলাতক। এর কারণ কি? মূলত: মানুষের সাথে জুলুম করার জন্যই তারা জনধিকৃত হয়েছে। মিথ্যে দিয়ে কখনই সত্য চেপে রাখা যায়না। সত্য আপন মহিমায় একদিন উদ্ভাসিত হবেই।

জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, আমি দীর্ঘ ১৪ বছর পর কারা মুক্ত, স্বাধীন। স্বাধীন ভাবে মন খুলে কথা বলতে পারছি। যারা আমার জন্য রোজা রেখেছেন, দোয়া করেছেন, কাবার গিলাফ ধরে ধরে আমার জন্য কেঁদেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।

তিনি আগামীতে দেশের জন্য, মানুষের জন্য দলের হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে ও কাজ করে বাকি জীবন দ্বীনের পথে সঠিক ও সুন্দর ভাবে চলার ক্ষেত্রে আল্লাহর করুনা পাওয়ার জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন। যাতে ইসলামী হুকুমাত কায়েমের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়।

এর আগে তিনি সকাল ৮ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমান বন্দরে এসে পৌঁছান। পরে সড়ক পথে তিনি রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হোন। বিমানবন্দরে কয়েক শতাধিক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পথে তারাগঞ্জে তাঁকে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।