• আজ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক শুরু হয়েছে।

বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) দুপুর ২টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়।

এর আগে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১টায় বাসা থেকে বৈঠকের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। তার সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচনের সময়, সংস্কার কিংবা জুলাই-আগস্ট অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার নিয়ে আলোচনা হবে দুই নেতার বৈঠকে।

এ বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মাঝেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস। অনেকে হোটেলের সামনে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন।