• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা |

সুনামগঞ্জ সীমান্তে কয়লা চোরাকারবারিদের উপর বিএসএফের গুলিবর্ষণ

| নিউজ রুম এডিটর ১২:৩৪ পূর্বাহ্ণ | জুন ১৪, ২০২৫ আইন ও আদালত

সিলেট ব্যুরো: বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ সীমান্তে কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলিবর্ষণ করেছে।

শুক্রবার সকালে সিলেট সেক্টরের সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটলিয়নের তাহিরপুরের চারাগাঁও বিওপি নিয়ন্ত্রিত লালঘাট পশ্চিম পাড়ার ওপারে মেঘালয় পাহাড়ে বিএসএফ কতৃক গুলি বর্ষণ করার ঘটনাটি তাহিরপুরের সীমান্তগ্রাম চারাগাঁও, লালঘাট পশ্চিমপাড়া, লালঘাট গুচ্ছ গ্রামের একাধিক বাসিন্দা নিশ্চিত করেন।
সীমান্ত গ্রামের মানুষজন জানান, প্রতি দিবারাত্রীর ন্যায় বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুরের চারাগাঁও বিওপি নিয়ন্ত্রিত বাংলাদেশ-ভারত সীমান্ত রেখার ১১৯৬ মেইন পিলার অতিক্রম করে সীমান্ত এলাকায় চারাগাঁও, বাঁশতলা, লালঘাট পশ্চিম পাড়া, গুচ্ছ গ্রামের ৪০ থেকে ৪৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতের মেঘালয় পাহাড়ের গহিনে থাকা কোয়ারি থেকে চোরাচালানের কয়লা আনতে অবৈধ ভাবে সীমান্তের ওপারে অনুপ্রবেশ করে।

এ সময় ভারতীয় সীমারক্ষী বাহিনী শিলং বিএসএফ ১-ব্যাটালিয়নের চারাগাঁও ক্যাম্পের টহল দল বাধা দেয়। কয়লা আনতে যাওয়া চোরাকারবারিরা বিএসএফ টহল দলের সদস্যদের উপর মারমুখী হয়ে উঠলে বিএসএফ কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলিবর্ষণ করে।

এরপর কয়েকজন চোরাকারবারি সীমান্তের এপারে পালিয়ে আসলেও ওই চক্রের একাধিক চোরাকারবারি পাগাড়েই আটকে রয়েছেন। এদিকে পালিয়ে আসা কয়লা চোরাকারবারিরা শুক্রবার সকালের পর থেকে কয়লা চোরাকারবারিরা আত্মগোপনে চলে যাওয়ায় গুলিবর্ষণে কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

শুক্রবার সন্ধ্যায় বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির কয়লা চোরকারবারিদের উপর বিএসএফের দুই রাউন্ড গুলি বর্ষণের তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গেল ২০ মে ১১৯৫/৬ এস এলাকায় চারাগাঁও সীমান্ত ছড়ায় ১৫০ থেকে ২০০ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমানায় কয়লা উত্তোলনের নামে চোরাচালানের কয়লা আনতে অবৈধ অনুপ্রবেশ করে।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শিলং বিএসএফ ১- ব্যাটালিয়নের চারাগাঁও ক্যাম্পের টহল দল বাধা দেয়। কয়লা আনতে যাওয়া চোরাকারবারিরা বিএসএফ টহল দলের সদস্যদের অশ্লীল ভাষায় গালমন্দ করে পাথর ছুড়তে ছুড়তে ঢিল মারতে থাকে।একপর্যায়ে দুই দফায় বিএসএফ কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলিবর্ষণ করে।

সীমান্তে কয়লা, মাদক সহ সব ধরণের চোরাচালান,চোরাকারবারিদের প্রতিরোধের পরিবর্তে কিছু সংখ্যক অসৎ পুলিশ সদস্যের বিরুদ্ধে চোরাচালানের সাথে সম্পৃক্ততা, দায়িত্বহীনতা, চোরাচালান, চোরাকারবারিদের প্রতিরোধে পুলিশি তৎপরতা দৃশ্যমান নয় বলে এমন গণঅভিযোগ প্রসঙ্গে সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদের বক্তব্য জানতে একাধিবার ফোন করা হয়। এরপর ক্ষুদে বার্তা পাঠানো হয়।