• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

সাবেক এমপি রিফাত আমিনের ছেলে রুমন আটক, অস্ত্র ও মাদক উদ্ধার

| নিউজ রুম এডিটর ৪:৪১ অপরাহ্ণ | জুন ১৫, ২০২৫ সাতক্ষীরা, সারাদেশ

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার বাড়ি তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক ইয়ার গান, একটি বিদেশী তলোয়ার, নেশা জাতীয় ইনজেকশন, বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা চলে এই অভিযান। এতে নেতৃত্ব দেন সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।

তিনি বলেন, সাবেক এমপি রিফাত আমিনের ছেলে রুমনের কাছে নাইন এমএম অস্ত্র আছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন বাড়িতে অভিযান চালানো হয়। এসময় রুমন তার দোতলার শোয়ার ঘরে দরজা দিয়ে ঘুমাচ্ছিল। দরজা ভাঙ্গার শব্দ শুনে দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সে। এসময় তাকে অসুস্থ অবস্থায় আটক করা হয়। তার ঘর তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মদের বোতল, আনুমানিক সাড়ে ৩শ পিস ইয়াবা, ৫০ পিস নেশা জাতীয় ইনজেকশন, একটি অত্যাধুনিক ইয়ার গান, বিদেশী তলোয়ার ও অস্ত্র পরিষ্কার করা মেশিন জব্দ করা হয়।

এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানান মেজর ইফতেখার আহমেদ।