• আজ ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এমন বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান : নাহিদ ইসলাম | আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি | ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান ২২০ ব্রিটিশ এমপির, চাপ বাড়ছে স্টারমারের ওপর | গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৫ | সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট : ভিপি নুর | দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ |

সাতক্ষীরায় পর্নোগ্রাফির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৯:৫৫ অপরাহ্ণ | জুন ১৬, ২০২৫ সাতক্ষীরা, সারাদেশ

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য কাদেরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (১৫ জুন) বিকালে সাতক্ষীরা শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬-এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম। গ্রেপ্তারকৃত কাদের কালিগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের এলাহী বক্স গাজীর ছেলে ।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। স্থানীয়রা জানান, কাদের নারী ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তিকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করতেন এবং মোটা অঙ্কের অর্থ আদায় করতেন।

সম্প্রতি এ ধরনের এক ঘটনায় প্রতারণার শিকার হন এক স্থানীয় ব্যবসায়ী। তিনি সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তে আসে। পরে ভুক্তভোগী রিপনুজ্জামান রিপন নামে এক ব্যবসায়ী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর জিআর-১৬২/২৫। মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১), ৮(২), ৮(৩)/৭, দণ্ডবিধির ৩৪২ ও ৩৮৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার পর থেকেই কাদের ছিলেন পলাতক। র‍্যাব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত কাদেরের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে এবং তদন্তে তার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধচক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে। র‍্যাব জানিয়েছে, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।