• আজ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ |

সাতক্ষীরায় পর্নোগ্রাফির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৯:৫৫ অপরাহ্ণ | জুন ১৬, ২০২৫ সাতক্ষীরা, সারাদেশ

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য কাদেরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (১৫ জুন) বিকালে সাতক্ষীরা শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬-এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম। গ্রেপ্তারকৃত কাদের কালিগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের এলাহী বক্স গাজীর ছেলে ।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। স্থানীয়রা জানান, কাদের নারী ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তিকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করতেন এবং মোটা অঙ্কের অর্থ আদায় করতেন।

সম্প্রতি এ ধরনের এক ঘটনায় প্রতারণার শিকার হন এক স্থানীয় ব্যবসায়ী। তিনি সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তে আসে। পরে ভুক্তভোগী রিপনুজ্জামান রিপন নামে এক ব্যবসায়ী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর জিআর-১৬২/২৫। মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১), ৮(২), ৮(৩)/৭, দণ্ডবিধির ৩৪২ ও ৩৮৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার পর থেকেই কাদের ছিলেন পলাতক। র‍্যাব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত কাদেরের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে এবং তদন্তে তার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধচক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে। র‍্যাব জানিয়েছে, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।