• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ!

| নিউজ রুম এডিটর ১১:৩৩ অপরাহ্ণ | জুন ১৬, ২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে যে ইসরাইল তাদের ওপর আক্রমণ চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভি এবং রেডিও ‘অদৃশ্য হতে চলেছে’ বলে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকির কিছুক্ষণ পরই হামলার এ খবর এলো।

সোমবার (১৬ জুন) ইসরাইলি হামলায় ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবন ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, সোমবার (১৬ জুন) ইসরাইলি হামলায় ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবন ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

ঘটনার একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা এবং ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলার ঘটনা নিয়ে উপস্থাপক যখন টিভিতে সরাসরি সম্প্রচারে ছিলেন, তখনই একটি বিস্ফোরণ ঘটে। এসময় উপস্থাপককে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

এর আগে, সোমবার সকালে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও ‘অদৃশ্য হতে চলেছে’। তেহরানের যে জেলায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি অবস্থিত, সেখান থেকে সরে যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছিল।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘ইরানি প্রচারণা এবং উসকানিমূলক মেগাফোন অদৃশ্য হতে চলেছে। কাছাকাছি বাসিন্দাদের সরিয়ে নেয়া শুরু হয়েছে।’

সোমবার ইসরাইলি সেনাবাহিনী তেহরানের উত্তরাঞ্চলীয় জেলা ৩-এর একটি অংশের বাসিন্দাদের ‘অবিলম্বে’ সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছিল যে তারা সেখানে বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে।