• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

সাবেক সিইসিকে লাঞ্ছিত করা কে এই মোজাম্মেল ঢালী

| নিউজ রুম এডিটর ১২:৫৭ অপরাহ্ণ | জুন ২৪, ২০২৫ জাতীয়, বাংলাদেশ

রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে একদল উচ্ছৃঙ্খল জনতা গলায় জুতার মালা পরিয়ে অপদস্থ করেন। এ নিয়ে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নুরুল হুদাকে ঘিরে ধরে সাদা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি জুতার মালা থেকে একটি জুতা নিয়ে সাবেক সিইসিকে মারধর করছে।

এ সময় নুরুল হুদার উদ্দেশে ওই ব্যক্তি বলতে থাকে, ওহ যে স্বৈরাচার সৃষ্টি করেছে, এটা ওর উপহার। ওহ আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। পরে পেছন থেকে অন্য আরেকজন জুতার মালাটি খুলে নিলে সাবেক সিইসিকে হেফাজতে নেয় পুলিশ। রোববার (২২) রাতে বাসা থেকে বাইরে বের করে এনে তাকে পুলিশে সোপর্দ করে। এর পরে আরেকটি ভিডিওতে এ সময় নুরুল হুদাকে ঘিরে ধরে ‘স্বেচ্ছাসেবক উত্তর’ এর নামে স্লোগান দিতে শোনা যায়।

জানা গেছে,  সাদা পাঞ্জাবি পরিহিত ওই ব্যক্তির নাম মোজাম্মেল হক ঢালী। তিনি উত্তরার স্থানীয় বাসিন্দা। তবে বিএনপিতে তার কোনো পদ-পদবি নেই।

স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতা জানান, বিএনপি কিংবা অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ড, থানা বা মহানগর—কোনো পর্যায়ের কমিটিতেই মোজাম্মেল ঢালী নেই; অতীতেও কখনো ছিল না। তবে মোজাম্মেল ঢালী স্বেচ্ছাসেবক দলের কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি দলে পদ-পদবি পেতে চান।

এ ব্যাপারে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন বলেন, মোজাম্মেল হক ঢালী আমাদের দলীয় কোনো লোক না। কোনো পদ-পদবিতে নেই। এ ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করি মঙ্গলবার (২৪) তদন্ত রিপোর্ট পাব। আমাদের সংগঠনের কেউ ‘মব’ সৃষ্টির সঙ্গে জড়িত থাকলে তার বা তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সে যে পর্যায়ের নেতাই হোক।

এদিকে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে, মব সৃষ্টি করে সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে অসদাচরণে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ‘ডিসিপ্লিনারি অ্যাকশন’ নেওয়া হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় যেভাবে ‘মব’ সৃষ্টি করা হয়েছে, তা কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।