

স্টাফ রিপোর্টার, নাটোরঃ নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ মোট আটজন নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার শ্রীরামপুর আইড়মারী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের জাহিদুল ইসলাম (৫৫), শেলী বেগম (৫০), আনোয়ারা বেগম (৭০), আনোয়ারা বেগম আনু (৬০), প্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), আঞ্জুমানয়ারা (৭৫) ও সীমা খাতুন (৩০) এবং মাইক্রোবাসের চালক সাহাবউদ্দিন সাবু (৪০)।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার সকালে জাহিদুল ইসলাম স্বজনদের নিয়ে পুত্রবধুকে দেখতে সিরাজগঞ্জে বেয়াই বাড়িতে যাচ্ছিলেন। পথে উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪৮৬৪) রং লেনে চলে এলে তাদের বহনকারী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৬-৯৭৯২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও তিনজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপর দু’জন মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।