• আজ ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কাপাসিয়া বাজারে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ( ভিডিও সহ)

| নিউজ রুম এডিটর ৪:১৮ অপরাহ্ণ | অক্টোবর ৪, ২০২৫ বিএনপি, রাজনীতি

 

নিজস্ব প্রতিনিধিঃ কাপাসিয়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ করেন গাজীপুর ৪ কাপাসিয়া আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত হোসেন সেলিম
সাবেক সাধারণ সম্পাদক কাপাসিয়া উপজেলা বিএনপি সদস্য গাজীপুর জেলা বিএনপি।

আজ শনিবার উপজেলার কাপাসিয়া বাজারে তৃনমুল নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে এ লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন গাজীপুর ৪ কাপাসিয়া
আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত হোসেন সেলিম সাবেক সাধারণ সম্পাদক কাপাসিয়া উপজেলা বিএনপি সদস্য গাজীপুর জেলা বিএনপি।

সভায় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ হবে একটি সুখি সমৃদ্ধি বিশ্বের উন্নয়নশীল দেশ।

কাপাসিয়ায় বিগত দিনে দলের দুঃসময়ে ত্যাগী নেতা সাখাওয়াত হোসেন সেলিম বলেন সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষ প্রতিকের বিজয়ের জন্য প্রতিটি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের মন জয় করে ভোট প্রার্থনার আহ্বান জানান নেতৃবৃন্দ।