• আজ ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ঝড়ে লন্ডভন্ড ১২৫টি পরিবার ও ৫ টি গ্রাম

| নিউজ রুম এডিটর ৭:৩৯ অপরাহ্ণ | অক্টোবর ৫, ২০২৫ ঠাকুরগাঁও, সারাদেশ

 

পেয়ার আলী, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১ মিনিটের ঝড়-বৃষ্টিতে প্রায় ১২৫ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। ১ নং পাড়িয়া ইউনিয়নের ৫ টি গ্রাম ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। কাঁচা বাড়িঘরের টিনের চালা উড়ে গেছে। গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার।

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের ফরিদা বেগম (৪০), একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী (৫০) বলেন হটাৎ ভোর চারটার দিকে ১ মিনিটে ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় আমাদের বাড়িঘর।

এদিকে হিরা ইসলাম বলেন, সকালে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। সেখানে থাকা অবস্থায় ঝড় শুরু হয়। রায়মহল গ্রামের শাহাজাহান আলী বলেন হটাৎ করে ভোর চারটার দিকে ঝর শুরু হয়ে ১ মিনিটে লন্ডভন্ড হয়ে যায়। ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী বলেন হটাৎ ঝরে বেপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বাড়িতে গাছ ভেংগে পরেছে বিদ্যুত এর পিলার রাস্তায় ও গাছ রাস্তার উপরে পড়ে রয়েছে এতে প্রায় চারটি সড়ক দিয়ে চলাফেরা সমস্যা সিষ্টি হয়েছে এবং আমারা ততখানিক ছুটে ক্ষতি গস্ত পরিবার গুলোর তালিকা করা শুরু করছি। উপজেলা নিবার্হী অফিসার মফিজুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা গুলো পরিদর্শনে করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবাগুলোর এর তালিকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১ নং পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া, রায়মহল, মাহালিয়া মার্কেট, ভেতর বাড়ি, মাছখুড়িয়াসহ ৫ টি গ্রাম, গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে। গাছ ভেঙে পড়েছে ঘরের ওপর।

 

পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গী জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক জানান, ঝড়ে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক তারের ওপর গাছ ভেঙে পড়েছে। বালিয়াডাঙ্গী বাজারে ও লাহিড়ী বাজারে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্ৰ্যামে বিদ্যুৎ বন্ধ রয়েছে। সকাল থেকে আমাদের লোকজন মাঠে কাজ করছে।