• আজ ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

স্বপ্নের মেট্রোরেল এর বেয়ারিং এ জীবন গেলো পথচারীর। নিহত ১ আহত ৩/৪ জন

| নিউজ রুম এডিটর ১১:২৩ অপরাহ্ণ | অক্টোবর ২৬, ২০২৫ বাংলাদেশ

 

প্রতিবেদক, কিশোর ডি কস্তা: ২৬ অক্টোবর দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটের সময় হটাৎ করে ফার্মগেট মেট্রো স্টেশন এর পশ্চিম পাশের একটি পিলার থেকে আচমকা একটা ১০০ কেজির বেশি ওজনের বেয়ারিং গার্ড খুলে একজন পথচারীর মাথায় আঘাত করে একটি চায়ের দোকানে গিয়ে আঘাত করে । বেয়ারিং মাথার উপর পড়ার সাথে সাথে পথচারী মৃত্যুবরণ করেন। চা দোকানীর বড় ভাই বেলাল এই প্রতিবেদক এর সাথে বলেন বেয়ারিং পড়ার সময় আমি ১০ মিনিট আগে গ্রামের বাড়ি থেকে এসে ছোট ভাই এর দোকানে বসে চা খাচ্ছিলাম এমন সময় বিকট শব্দে পিলার থেকে একটা বেয়ারিং খুলে একজন পথচারীর মাথায় আঘাত করে আমার ছোট ভাই এর দোকানের বাঁশ ও গ্লাস ভেংগে দোকানে পরে। এতে আমার বাম হাত কেটে যায় ও বুকে আঘাত পাই। পরবর্তী তে আমি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দোকানে আসি।

 

 

নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায় নিহতের নাম আবুল কালাম,গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান সহ নারায়ণগঞ্জে বসবাস করতেন।নিহত আবুল কালাম এর বাবা মা কেউ বেঁচে নেই।

 

 

মেট্রো রেল দুর্ঘটনার পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থার আশ্বাস দেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। নিহত আবুল কালাম এর লাশ হাসপাতাল থেকে লাশ দাফন করতে শরীয়তপুরের নড়িয়ায় নিয়ে যায় নিহতের পরিবার। দূর্ঘটনার পরে মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আগারগাঁও থেকে উওরা পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক আছে।মেরামতের কাজ চলমান আছে।