• আজ ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

বাগেরহাট-৪ আসনে জামায়ত ইসলামীর মনোনয়নপত্র দাখিল

| Peoples News ৬:৩৭ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৩০, ২০২৫ বাংলাদেশ, সারাদেশ

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম মনোনয়নপত্র দাখিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে নই, জনতার প্রার্থী হিসেবে কাজ করতে চাই। জনগন যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তা হলে আমি হবো জনতার এমপি। আমরা এদেশের মানুষের জন্য কাজ করতে চাই।

সোমবার সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ হাবিবুল্লাহ’র নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা হাফেজ সুলতান আহম্মেদ, উপজেলা নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পৌর আমির মো. রফিকুল ইসলাম।

এ সময় জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার পিছিয়ে পড়া এ জনপদের মানুষের উন্নয়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে মিশে পানগুছি নদীর ওপরে ব্রীজ, প্রস্তাবিত সেলিমাবাদ থানা, সন্ন্যাসী হয়ে ঘষিয়াখালী পর্যন্ত ভেড়িবাঁধের কাজ এলাকার উন্নয়নের অসামাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়ে দাড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করার আহবান জানান।