• আজ ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ | বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েছেন | শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ | উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩১ |

কালীগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে আটক ২

| নিউজ রুম এডিটর ৭:৪২ অপরাহ্ণ | জানুয়ারি ২৫, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে(১৪) ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(২৫ জানুয়ারী) দুপুরে নির্যাতিত ছাত্রীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় দুই জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রিপন মিয়া (২৮) এবং একই এলাকার আহম্মদ আলীর ছেলে মনির উদ্দিন (১৮)।

এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম গ্রামের রিপন মিয়া ও মনির উদ্দিন তাদের প্রতিবেশি সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে কৌশলে গত রোববার (২৩ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে উঠায়ে ওই এলাকার পরিত্যক্ত একটি বাসায় নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীকে তারা রাতভর আটক রেখে জোরপূর্বক ধর্ষন করে। এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরদিন সোমবার (২৪ জানুয়ারী) সকালে পাশের সতি নদীর ধারে তাকে ফেলে ধর্ষকরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে অসুস্থ্য ছাত্রীকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ সোমবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রিপন মিয়া ও মনির উদ্দিনকে আটক করে। এ ঘটনায় মঙ্গলবার(২৫ জানুয়ারী) দুপুরে নির্যাতিত স্কুল ছাত্রীর মা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। এ মামলায় আটককৃতদের গ্রেফতার দেখায় পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম রসুল বলেন, স্থারীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা রুজু করে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।