• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ |

দক্ষিণখানে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

| নিউজ রুম এডিটর ১২:০৮ পূর্বাহ্ণ | জানুয়ারি ২৭, ২০২২ ঢাকা, সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু।। রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ একালায় একটি নির্মাণাধীন ১০ তলা বহুতল ভবনে কাজ করার সময় নিচে পডে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. আলাউদ্দিন (২০)।

সে নওগাঁ জেলার সাপাহার থানার কলমা ডাঙ্গা গ্রামের মো. মাহবুব হোসেনের পুএ।

আজ রাত সোয়া ৮ টায় দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান এক
নির্মাণ শ্রমিক মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর দক্ষিণখানের ফরিদাবাদ চৌরাস্তা এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ৬ষ্ট তলায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিনের সহকর্মী ও মামাতো ভাই রাশেদুল ইসলাম জানান, বুধবার বিকেল পৌনে ৩টার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ৬ তলায় মাচান বেঁধে দেওয়ালে প্লাস্টারের কাজ করছিল শ্রমিক আলাউদ্দিনসহ কয়েকজন। এ সময় তিনি অসাবধানতা বশতঃ হঠাৎ করে পা পিছলে নিচে পড়ে যান। পরে তাকে তার সহকর্মীরা তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্হায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজ বিকেল পৌনে ৬ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলাউদ্দিন ওই নির্মাণাধীন ভবনে থেকে কাজ করতেন। দুই ভাই বোনের মধ্যে আলাউদ্দিন ছিল বড়। নিহত

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এদিকে, দক্ষিণখান থানার ওসি মুহাম্মদ মামুনুর রহমান
জানান, এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ওই নির্মাণাধীন ১০ তলা ভবনে ও ঢামেক হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্হা গ্রহনের প্রস্ততি চলছে বলে জানান তিনি।
######