• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

তিতাসের ৫ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল মামলায় আইনী সহায়তা দেবে বিএমএসএফ

| নিউজ রুম এডিটর ৮:০৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৩, ২০২২ গণমাধ্যম

ঢাকা, রোববার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২ : কুমিল্লার তিতাসে ৫ সাংবাদিকদের নামে উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদি (সঃ) দাখিল মাদ্রাসার সুপার ইব্রাহিম খলিলের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিনামূল্যে আইনগত সহায়তার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

রবিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলে আইনী সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর। মামলাটির আইনজীবী হিসেবে লড়বেন বাংলাদেশ মফস্বল সম্পাদক ফোরাম চট্টগ্রাম বিভাগের আইন উপদেষ্টা রোটারিয়ান এড. মনজুর আলম।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি তিতাস উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদি (সঃ) দাখিল মাদ্রাসার সামনে উক্ত মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপসারণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।

উক্ত মানববন্ধনের সংবাদটি স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন অনলাইন, প্রিন্ট পত্রিকায় প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখে ৫ সাংবাদিক, ১৭জন প্রতিবাদী এলাকাবাসিসহ ২২ জনের বিরুদ্ধে মাদ্রাসা সুপার চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এদিকে সাংবাদিক ছাড়া বাকি ১৭ এলাকাবাসি আইনী সহায়তা চাইলে তাদেরকেও সহায়তা করা হবে।

এদিকে সাংবাদিকদের নামে মামলা হওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,বাংলাদেশ ও তিতাস প্রেসক্লাবসহ সারাদেশে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ এর পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।