• আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ওসমান হাদি গুলিবিদ্ধ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল | নির্বাচনকে বানচাল করার মতো কোনও শক্তি পৃথিবীতে নেই’ | রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই | পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম | চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান | মঙ্গলবার ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, স্লট বাতিল চেয়েছে এফএআই এভিয়েশন | শাহবাগ অবরোধ ৫ কলেজের শিক্ষার্থীদের | যেভাবে জামায়াতের প্রার্থী হলেন কৃষ্ণ নন্দী | উনি মানসিক ভাবে অসুস্থ!’ জেলে বসেই মুনিরকে নিশানা ইমরানের, দেখা করার পর দাদার বার্তা প্রকাশ উজ়মার | এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা |

‘সামনে বিএনপির ব্যাপক আন্দোলন আসছে’

সামনে বিএনপির ব্যাপক আন্দোলন আসছে জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামীতে বিএনপির পক্ষ থেকে ব্যাপক আন্দোলন কর্মসূচি আসছে। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সেই আন্দোলনে অবশ্যই মহিলা দল সম্মুখ সারিতে থাকবে বলে আমি বিশ্বাস করি।

বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে দেশে আইনের শাসন থাকলে শেখ হাসিনা কারাগারে থাকতেন বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, গতকাল আমি হাসপাতালে হাসপাতলে গেছি মানসুরা সে হাসপাতালে কাতরাছে, তৃনা হাসপাতালে কাতরাচ্ছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাদের আইসিইউতে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। যেভাবে তাদের ওপর আঘাত করা হয়েছে সে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাপুরুষ ছাড়া এভাবে মেয়েদের ওপর আঘাত করতে পারে না। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে আঘাত করা হয়েছে, রাশেদ, আফসানকে আঘাত করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন।
মহিলা দলের সহ-সভাপতি ইয়াসমিন আরা হকের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর মহিলা দলের চৌধুরী নায়াব ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।