 
							
                            
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১২ই জুন) সকাল ৮টার সময় উপজেলার গয়েশপুর গ্রাম থেকে মালিকবিহীন অবস্থায় এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। রবিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত গয়েশপুর বিওপির ৮ সদস্য বিশিষ্ট টহল দল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবনননগর উপজেলার গয়েশপুর গ্রামের পাকা রাস্তার উপর রবিবার সকালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।






















