• আজ ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তিন দিন পর সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ

| নিউজ রুম এডিটর ৭:৫৭ অপরাহ্ণ | জুন ২০, ২০২২ লিড নিউজ, সারাদেশ, সিলেট

সুনামগঞ্জ পৌর শহর থেকে কমতে শুরু করেছে বন্যার পানি। ফলে ৩ দিন পর শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হাসপাতাল, কারাগার, জেলা প্রশাসক কার্যালয়, সদর থানা রয়েছে।

সোমবার (২০ জুন) সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান।

তিনি বলেন, পৌর শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছি। গুরুত্বপূর্ণ অফিসগুলোতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আরও এলাকায় দেওয়ার জন্য কাজ করছি। তবে যেসব এলাকার পানি এখনো নামেনি, সেখানে বিদ্যুৎ সরবরাহ পরে স্বাভাবিক হবে।

এর আগে সিলেট, বৃহস্পতিবার (১৬ জুন) রাত থেকে পুরো সুনামগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।