• আজ ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ | বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েছেন | শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ | উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩১ | মাইলস্টোনে বিমান বিধ্বস্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫টিই শিশু: ডা. সায়েদুর | উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯, আহত দেড় শতাধিক | প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: উদ্ধারে যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি |

নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম 

 

নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রামের ঘোষপাড়ায় এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে তিনি এ মন্তব্য করেন।

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা এখনও রয়ে গেছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট ব্যবস্থা, মাফিয়াতন্ত্র, সন্ত্রাস আর চাঁদাবাজির বিরুদ্ধে এনসিপি রাজনৈতিক দল হিসেবে লড়াই করবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে চাঁদাবাজ কিংবা মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতে স্বৈরাচার আমাদের পথ রুদ্ধ করেছে, ধর্ষক এসে স্বাধীনতার সুফল ভোগ করেছে, আবু সাঈদ-মুগ্ধদের সড়কে গুলি করে হত্যা করেছে, আলেমদের দাড়ি-টুপি কেড়ে নিয়ে অপমান করেছে, তাদের মসজিদ থেকে বেরও করে দিয়েছে। তখন আমাদের কোনো স্বাধীনতা ছিল না।

তিনি আরও বলেন, তবে নতুন বাংলাদেশে খুনি-দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হবে না।

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, খুনি হাসিনা ফেরাউনের মতো অত্যাচারী ছিলেন, আমরা তার পতন ঘটিয়েছি। আগামীতে ফেরাউনের মতো কোনো অত্যাচারী শাসক যেন বাংলার মাটিতে না আসতে পারে।

পথসভা শেষে কুড়িগ্রাম-২ আসনে এনসিপির প্রার্থী হিসেবে ড. আতিক মুজাহিদের নাম ঘোষণা করা হয়। পরে জুলাই পদযাত্রাটি লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কৈলাশ রবিদাস প্রমুখ উপস্থিত ছিলেন।