• আজ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

লালমনিরহাট সীমান্তে ৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ

| নিউজ রুম এডিটর ১:০৫ অপরাহ্ণ | জুন ২৪, ২০২৫ অন্যান্য দল

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৭ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ জুন) ভোর রাতে উপজেলার
বাউরা ইউনিয়নের হোমনাবাদ সীমান্তের ৮২ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৭ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে ওই ৭ জন নাগরিককে বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দেয় বিএসএফ। হঠাৎ করে সীমান্তবর্তী এলাকায় অচেনা লোকজন দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটক করে এবং বিষয়টি বিজিবিকে জানায়।

স্থানীয় একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, “ভোররাতে হঠাৎ আমরা কিছু লোক দেখতে পাই। পরে জানতে পারি, ওরা ভারতীয় নাগরিক এবং তাদের বিএসএফ এখানে পাঠিয়ে দিয়েছে।”

বিষয়টি নিয়ে বাউরা বিওপি’র সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “ঘটনার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

এদিকে এই ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুশ-ইনকৃত ব্যক্তিরা কারা এবং কেন তাদের বাংলাদেশে পাঠানো হলো—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে বিজিবি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।